রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার সৃজিতা, এলাকার মেয়ের কৃতিত্বে গর্বিত সোনামুখী...
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মেধা, অধ্যবসায় ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়ার সোনামুখীর সৃজিতা ঘোষাল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯৪ নম্বর পেয়ে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম ও সামগ্রিকভাবে চতুর্থ স্থান অধিকার করেছেন তিনি। সোনামুখী গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজিতার এই সাফল্যে খুশি গোটা এলাকা।
অত্যন্ত সংবেদনশীল ও আবেগঘন এক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়েছে সৃজিতার জীবন। মাত্র ৬ বছর বয়সে মাকে হারান। ক্যান্সারের সঙ্গে লড়াই করে মায়ের মৃত্যু হয়। ফলে বড় হয়ে ওঠার লড়াইটা কিছুটা কঠিনই ছিল।
সৃজিতা জানান, 'আমি ভাবতেই পারিনি রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম হব। সবাই যখন অভিনন্দন জানাচ্ছে, খুব ভালো লাগছে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাও আমার ভীষণ প্রিয়। যদিও সময় অনুযায়ী বেশি পড়াশোনা করতে পারিনি, তবে আশা ছিল ভালো কিছু হব।'
মেধা ও নিষ্ঠা তাঁর সম্বল। তার এই সাফল্য শুধুমাত্র একটি পরীক্ষার ফলাফল নয়, এক অদম্য ইচ্ছাশক্তি ও মানসিক শক্তির প্রতিচ্ছবি।
সৃজিতার এই কৃতিত্ব আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখতে শেখাবে এবং তাদের মনোবল জোগাবে।