• রবীন্দ্র জয়ন্তীর দিন থেকেই বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছে। তবে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি বেসরকারি স্কুলগুলি গরমের ছুটি দেয় তাহলে সেটা ভাল হয়।’ 

    রাজ্যের নিরাপত্তার দিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সমস্ত জরুরি বিভাগের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বাংলা বরাবরই দেশকে ভালবাসে। তাই ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখবেন। যদি কোথাও মক ড্রিলের সাইরেনের শব্দ শুনতে পান তাহলে অস্থির হবে না।’

    পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে এককাট্টা হয়ে লড়াই করা হবে। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি তিনি বলেন, ‘কোনও রকমের প্ররোচনামূলক খবর বা তথ্য যদি প্রকাশ করা হয় তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যে এবিষয়ে কথা হয়েছে। সেইমতো কাজ করবে রাজ্য সরকার।’  

    মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘অযথা আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে। প্রশাসন সতর্ক রয়েছে। যদি কারও কাছে কোনও খবর থাকে তাহলে সেটি জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বর দেওয়া হবে। সেখানে ফোন করে সমস্ত বিষয়টি জানাতে পারেন। পশ্চিমবঙ্গে এখনই চিন্তার কোনও কারণ নেই। তবে কয়েকটি দেশের সীমানা যুক্ত রয়েছে বাংলার সঙ্গে তাই সেখানে বাড়তি সতর্ক রয়েছে প্রশাসন। এই সময় যেন কোনও কালোবাজারি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। বৃহস্পতিবার কৃষি বিপননের সঙ্গে এবিষয়ে একটি বৈঠক করা হবে।’ 

    প্রসঙ্গত, বুধবারই অপারেশন সিঁদুর এর পর সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই শাহ ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

    বুধবার দুপুরে শাহ ভার্চুয়ালি বৈঠক করেন সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। নবান্ন সূত্রে এমনটাই জানা গেছে।

    পশ্চিমবঙ্গ ছাড়াও জম্মু–কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজি এবং মুখ্যসচিবরা বৈঠকে ছিলেন। সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’–এর পরই সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান সেনা ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। সেই আবহে বৈঠকে সীমান্তবর্তী এলাকা থেকে সাধারণ নাগরিকদের যত দ্রুত সম্ভব সরিয়ে আনার নির্দেশ দেন শাহ। বৈঠকে তিনি জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তাই ভারতের কাছে অগ্রাধিকার।

     
  • Link to this news (আজকাল)