আবার শহরের বুকে অগ্নিকাণ্ড! পোদ্দার কোর্টে দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন
আনন্দবাজার | ০৭ মে ২০২৫
আবার শহর কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল মধ্য কলকাতার পোদ্দার কোর্ট চত্বর। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পোদ্দার কোর্টে একটি ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। খবর দেওয়া হয় দমকলে।
দমকল সূত্রে খবর, চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যাচ্ছে না। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। দোকান থেকে কালো ধোঁয়া বেড়তে দেখা যায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি এসি-তে আগুন লেগে যায়। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত কয়েক দিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। তাতে প্রাণ হারান ১৪ জন। তার পর সল্টলেক সেক্টর ফাইভেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনা ঘটেছে বেহালার জেমস লং সরণির একটি বহুতলেও।