• ইডেন উড়িয়ে দেওয়া হবে, হুমকি মেইল ঘিরে হইচই
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • কলকাতা: ইডেন গার্ডেনে তখন কেকেআর এবং চেন্নাইয়ের মধ্যে আইপিএলের ৫৭তম ম্যাচ চলছে। হঠাৎ হইচই শুরু সিএবি’র অন্দরে। বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে মেসেজ এসেছে ক্রিকেট সংস্থার অফিসিয়াল মেইলে। যা জানাজানি হওয়ার পরে স্বাভাবিকভাবেই কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সূত্রের খবর, সঙ্গে সঙ্গে সেকথা জানানো হয় পুলিসকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই মেইল পাঠাল, তা খতিয়ে দেখছে সাইবার টিম। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা বন্ধ বা মাঠ খালি করে দেওয়ার মতো পদক্ষেপের চিন্তাভাবনা নেই কর্তৃপক্ষের। সিএবির কাছে আসা এই মেইল ভুয়ো বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা।যদিও কোনও ঝুঁকি নিতে রাজি নয় লালবাজার। ইতিমধ্যেই কলকাতা পুলিসের বম্ব স্কোয়াড গিয়েছে ইডেনে। পাঠানো হয়েছে স্পেশাল ফোর্সও। আরও জোরদার করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা। 
  • Link to this news (বর্তমান)