• পরীক্ষার ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পাশের হারের নিরিখে এগিয়ে ছাত্ররা
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বিঘ্নে মিটেছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ, বুধবার পরীক্ষার ৫০ দিনের মাথায় ফলপ্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান, ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষ বারের মতো পরীক্ষাগ্রহণ করা হয়েছে। তবে আরও একবছর পড়ুয়ারা চাইলে ওল্ড সিলেবাসে পড়াশোনা করতে পারে। ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমিস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমিস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৪ হাজার ৪৪৮ জন। তার মধ্যে উত্তীর্ণ হন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। সংসদ সভাপতি জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৭.৫২ শতাংশ ও কলা বিভাগে পাশের হার ৮৮.২৫ শতাংশ। ছাত্রীদের তুলনায় এবারে ছাত্রদের পাশের হার বেশি। ৯২.৩ শতাংশ ছাত্ররা পাশ করেছে, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন পরীক্ষার্থী রয়েছে। পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা ও তৃতীয় কলকাতা। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বর্ধমানের রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭।
  • Link to this news (বর্তমান)