• স্বস্তির দিন শেষ! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে তাপমাত্রা, জ্বলবে এই জেলাগুলি...
    ২৪ ঘন্টা | ০৮ মে ২০২৫
  • সন্দীপ প্রামাণিক: গোটা এক সপ্তাহ দক্ষিণবঙ্গে (South Bengal) অধিকাংশ দিনই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের কয়েক জেলায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৮ মে থেকে ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকা সম্ভাবনা রয়েছে।  ১২ মে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, দুটো ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    ১৩ মে-তেও একই চিত্র থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে। হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎৃসহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। ৮ মে থেকে ১১ মে-এর মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় অস্বস্তিকর গরম আবার কিছু জেলায় তাপপ্রভাবের সম্ভাবনা রয়েছে। 

    ৮ মে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা গুলিতে অস্বস্তিকর হাওয়া বজায় থাকবে। 9 মে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। 

    ১০ মে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ ও প্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মালদাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। ১১ মে দক্ষিণবঙ্গের মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

    এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর এই জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। ১১ মে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে । অর্থাৎ এই সপ্তাহে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তাপমাত্রা বাড়বে।

  • Link to this news (২৪ ঘন্টা)