জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পাক আকাশে 'সিদুঁর'। ভারত যখন পহেলগাঁও কাণ্ডের বদলা নিল, তখন পাল্টা আঘাত হানার হুঙ্কার দিচ্ছে পাকিস্তানও। 'আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বার্তা, 'আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে কোনও বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে'।
মুখ্যমন্ত্রী বলেন, 'আপনাদের দায়বদ্ধতা আছে, এই সময়টা খুব শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক তথ্য, যেটা পরিবেশন করা সম্ভব। যাতে কোনও অশান্তি না হয়, কোনও প্ররোচনা না হয়, কোনও হিংসা ছড়ায়, কোনও প্ররোচনা না ছড়ায়। সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য আহ্বান করছি'।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের (Terror Attack on Tourists at Pahalgam) বৈসরনে অপারেশন চালিয়েছিল জঙ্গিরা। নৃশংসভাবে খুন করা হয়েছিল পর্যটকদের। তারই জবাবে এবার পাকিস্তানে হামলা চালাল ভারত। গতকাল, মঙ্গলবার রাতে পাক ও 'পকে' বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিঘাঁটিগুলির। এরপর আজ, দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুখ্যমন্ত্রী জানান, 'আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীদের, সীমান্তে যাঁরা আছেন, তাঁদের নিয়ে বৈঠক করেছেন। কেন্দ্র ও রাজ্যে সমস্ত দফতর, যারা মুখ্য় ভূমিকা পালন করেন, তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব। এই সময়ে আমাদের মধ্যে কোনও বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে। এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। সকলের সঙ্গে যোগাযোগ থাকবে। নজরদারিও চলবে'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'চিন্তা করার কিছু নেই। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদি তেমন কিছু ঘটে, যদি জানতে পারি আগে, তাহলে মানুষকে নিরাপত্তা দেব। কিন্তু যদি জানতে না পারি, তাহলে কী করে দেব! সব খবর যে বিশ্বাস করতে হবে, তার কোনও মানে নেই। যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গাইডলাইনে বৈঠকে জানানো হয়েছে'।