জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যরাতে পাকিস্তানের (Pakistan) উপর প্রত্যাঘাত ভারতের। ৯ টি জায়গায় হামলা চালিয়ে জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) ভারতীয় মা-বোনদের সিঁদুর মুছেছিল জঙ্গিরা। কেউ হানিমুনে গিয়ে স্বামীকে হারিয়ে বিধবা হয়েছেন, কেউ হারিয়েছে তার বাবাকে। সেই হামলার বদলাতেই ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর (Operation Sindoor)! এবার তারই বদলা নিল ভারত। পহেলগাঁও হামলায় স্বামীকে হারান সমীর গুহর স্ত্রী (Samir Guha's wife) শর্বরী গুহ।
বুধ সকালে 'অপারেশন সিঁদুর নিয়ে যখন খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী তখন পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত বেহালার সমীর গুহর বিশেষ আর্জি প্রধানমন্ত্রীর কাছে। তিনি আরও বলেন, 'শাস্তি তো অবশ্যই চাই, পাকিস্তান যেন মানচিত্রে আর না থাকে। ভারত সরকার যদি সেটা করতে পারে, তাহলে আরও খুশি হব'।
তিনি বলেন, 'পাকিস্তানে প্রত্যাঘাতের খবর ভারত সরকারের তরফে জানানো হয়েছে। সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। ভারত সরকারকে স্বাগত জানাই। কিন্তু আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে,এটা আমরা জীবনেও ভুলতে পারব না। আমার চোখের সামনে আমার স্বামীকে গুলি করা হয়। আমার মতো আরও যাদের সঙ্গে হয়েছে, তারাও ভুলতে পারবে না। আমার স্বামীকে তো আর ফেরত পাব না, তবে ওরা শাস্তি পেলে একটু শান্তি পাব।" তিনি আরও বলেন, 'এখনও অবধি জানি না, যাঁরা ওইদিন সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, তাঁদের ধরা হয়েছে কিনা। আমি চাই তাঁদেরও ধরা হোক'।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় মৃত্যু হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহর। স্ত্রী ও কন্যার সামনে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি। এই জঙ্গি হামলায় প্রাণ হারান বাংলার আরও ২ ব্যক্তি, কলকাতার বিতান অধিকারী ও ঝালদার মনীশরঞ্জন মিশ্র। এদিন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী বলেন, '২২ এপ্রিল আমার এবং যাঁদের সঙ্গে এই ঘটনা হয়েছে। আমাদের একটাই দাবি ছিল, জাস্টিস চাই। সরকারের থেকে যেটা চেয়েছিলাম, সরকার অ্যাকশন নিয়েছে। সরকারের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ওঁরা যা অ্যাকশন নিয়েছে, সেটা সম্পূর্ণ। আমি তাদের কাছে ধন্যবাদ।'