হলদিয়ায় তাপসীর জায়গায় কে? টিকিট পেতে খেলা শুরু গেরুয়া শিবিরে
প্রতিদিন | ০৮ মে ২০২৫
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: তাপসী মণ্ডলের জায়গায় কে? প্রশ্ন বিজেপিতে। চর্চা হলদিয়ায়। এবং দৌড়ে অনেকেই। কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক তাপসী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁকে নিয়ে শাসকদলের স্থানীয় নেতাদের ভিতরেই অবশ্য টানাপোড়েন চরমে। এর ভিতরেই সেই ফাঁকা জায়গায় বিজেপির টিকিট পেতে নানারকম খেলা শুরু গেরুয়া শিবিরে।
দলীয় সূত্রে খবর, সবচেয়ে বেশি চর্চা চলছে ভারতীয় মজদুর সঙ্ঘের নেতা প্রদীপ বিজলিকে নিয়ে। তাঁর সঙ্গে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক ভালো। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আগে তেমন সুসম্পর্ক না থাকলেও এখন কিছুটা ঘনিষ্ঠতা বেড়েছে। গত নির্বাচনেই প্রদীপবাবুর প্রার্থী হওয়ার কথা ছিল। শেষ সময়ে তৎকালীন সিপিএম বিধায়ক তাপসী মণ্ডলকে বিজেপিতে যোগ করিয়েছিলেন শুভেন্দুই। এবং তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি।
যা নিয়ে প্রদীপবাবু শুধু নন, দলের পুরনো নেতা-কর্মীরা ক্ষোভপ্রকাশ করেছিলেন। পরবর্তী সময়ে তাপসী মণ্ডলকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতিও করে বিজেপি। কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে চলা দূরে থাক, হলদিয়ার মতো শিল্পাঞ্চলে পালটা নিজস্ব শ্রমিক সংগঠন গড়ে সমান্তরালভাবে শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা ঘিরে দলের সাংসদ অভিজিৎবাবুর তোপের মুখে পড়েন তাপসী।
শুধু তাই নয়, শুভেন্দুবাবুর হাত ধরে দলে ঢুকে বিধায়ক হলেও তাঁর সঙ্গেই ক্রমে দূরত্ব বাড়তে থাকে হলদিয়ার বিধায়কের। শেষ পর্যন্ত তিনি তৃণমূলে যোগ দেওয়ায় আপাতত ফাঁকা মাঠে নেমে বিধানসভার টিকিট পাওয়ার দৌড় শুরু করেছেন কয়েকজন। তাঁদের মধ্যে প্রদীপবাবু রয়েছেন।
এদিকে, শুভেন্দুবাবু আবার তাঁর নিজস্ব রাজনৈতিক চালে কয়েকজনকে মাঠে নামিয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন হলদিয়ার একদা এক বিধায়কের ছেলে। যিনি শুভেন্দুর পরিচিত। তৃণমূল ঘরানার হলেও পরবর্তী সময়ে আরএসএসের ঘনিষ্ঠ তিনি।
বিজেপির কলকাতা সদরদপ্তরে আইটি সেলে থাকার সুবাদে রাজ্যের নেতাদের দু-চারজনের কাছে চেনা মুখ, আদতে হলদিয়ার বাসিন্দা জয় মল্লিকও অতি সক্রিয় হয়ে উঠেছেন বলে খবর। তিনি শিল্পাঞ্চলের একাধিক কর্মসূচিতে থাকছেন এবং তাঁর ঘনিষ্ঠরা কায়দা করে তাঁর নাম আগামী ভোটের প্রার্থী হিসাবে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু জয় মল্লিক ও প্রদীপ বিজলির সম্পর্ক আদায় কাঁচকলায়।
প্রদীপবাবুর শিবিরের ধারনা, বর্ষীয়াণ শ্রমিক নেতা হিসাবে প্রদীপবাবু কাজ করে গেলেও শেষ সময়ে এসে জয় মল্লিক ক্ষীর খেয়ে যাওয়ার চেষ্টা করছেন। জয় মল্লিককে ব্যারিকেড করতে তৎপর একটি গোষ্ঠী। মঙ্গলবার হলদিয়ায় বিএমএসের দলীয় কার্যালয় উদ্বোধনে প্রদীপবাবুর থাকাটা স্বাভাবিক। কিন্তু ধারে কাছে ঘেঁসতে পারেননি জয় মল্লিক। সবমিলিয়ে তাপসী বিদায়ে নানা সমীকরণ হলদিয়ার পদ্ম-প্রার্থী হওয়া ঘিরে। তবে যাইহোক না কেন, এটা স্পষ্ট বিরোধী দলনেতা শুভেন্দুবাবুই এখানকার প্রার্থী নির্বাচনের বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা নেবেন।