মেধা তালিকায় দশম স্থানাধিকারী মৌসুমি হতে চান আইনজীবী
বর্তমান | ০৮ মে ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ হতেই দেখা যায় বিধাননগরের মুরালিগঞ্জ হাইস্কুলের ছাত্রী মৌসুমি পাল দশম স্থানে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। ফাঁসিদেওয়া ব্লকের এই স্কুলটি চা বলয়ে। প্রান্তিক এলাকার ছাত্রী মেধাতালিকায় স্থান পাওয়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে শিলিগুড়িতে। মৌসুমিকে ব্যক্তিগতভাবে ফোন করে দিনভর শুভেচ্ছা জানান অনেকেই।
বিধাননগরের ভুরিয়াখালিতে টিনের বাড়িতে থাকেন মৌসুমি। বাবা গোকুল পাল ব্যাটারি ব্যবসায়ী। মা অঞ্জনা পাল গৃহবধূ। মৌসুমি বাংলায় ৯৬, ইংরেজিতে ১০০, ভূগোলে ৯৮, ইতিহাসে ৯৯, রাষ্ট্রবিজ্ঞানে ৯৫ নম্বর পেয়েছেন। কৃতী এই ছাত্রী বলেন, ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই একের পর এক ফোনে শুভেচ্ছা বার্তা পেতে শুরু করি। খুব ভালো লেগেছে। পাঠ্যপুস্তক ভালো করে চর্চার পাশাপাশি স্কুলের শিক্ষকদের নিয়মিত পরামর্শে বই পড়ে এই ফল হয়েছে। ভেবেছিলাম মেধাতালিকার কাছাকাছি যাব। তবে তালিকায় নাম থাকবে ভাবতেও পারিনি। একটানা কখনও পড়াশোনা করতে পছন্দ করি না। ইচ্ছেমতো পড়ি। পরীক্ষার আগে দিনে চার ঘণ্টা পড়তাম। আগামী দিনে উকিল হতে চাই। এজন্য আইন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। পড়াশোনার পাশাপাশি গানবাজনা শুনতে, ছবি আঁকতে, গল্পের বই পড়তে পছন্দ করি। মৌসুমির মা বলেন, ও যাতে লক্ষ্যে পৌঁছতে পারে তারজন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।
মুরালিগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম বলেন, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের স্কুলের জ্যোতি ওরাওঁ শিলিগুড়ি শিক্ষা জেলায় প্রথম হয়েছিল। এবার রাজ্যের মেধাতালিকায় স্কুলের ছাত্রী স্থান পেয়েছে। গ্রামগঞ্জে কেউ এমন নজরকাড়া ফল করলে সে আইকন হয়ে ওঠে। তাকে দেখে অন্য পড়ুয়ারাও উৎসাহিত হয়।