সংবাদদাতা, বালুরঘাট: প্রয়াত হলেন বিশিষ্ট সাহিত্যিক পীযূষ ভট্টাচার্য। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বাড়ি বালুরঘাটের চকভবানী এলাকায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে কলকাতার বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৪৬ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সত্তরের দশকে কবিতা লেখা শুরু। আশির দশক থেকে গদ্য লিখতে শুরু করেন। ‘জীবিসঞ্চার’, ‘তালপাতার ঠাকুমা’, ‘নিরক্ষরেখার বাইরে’, ‘সূর্য যখন মেষ রাশিতে’, ‘নিরুদ্দেশের উপকথা’ ইত্যাদি উপন্যাস লিখেছেন। এছাড়া দু’শোর বেশি গল্প লিখেছেন তিনি। পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির শান্তি সাহা স্মারক পুরস্কার, কবিতা পাক্ষিক সম্মাননা সহ অনেক পুরস্কার পেয়েছেন। বালুরঘাটের বাংলার অধ্যাপক রিপন সাহা বলেন, বাংলা সাহিত্য হারাল বিকল্প পথে চলা কথা সাহিত্যিককে। অপূরণীয় ক্ষতি। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচিতেও এসেছেন তিনি। পীযুষবাবু রেখে গেলেন স্ত্রী মাধবী ভট্টাচার্য, দুই কন্যা ও নাতনিদের।