• শ্রমিকদের ১০ লাখ পিএফ বকেয়া , জলপাইগুড়িতে এফআইআর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শ্রমিকদের মজুরি থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও তা জমা না করায় একটি চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পিএফ কর্তৃপক্ষ। জলপাইগুড়ি সদর ব্লকের অধীন ওই চা বাগান ২০২২ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শ্রমিকদের পিএফের টাকা জমা করেনি বলে অভিযোগ। বকেয়ার পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। 

    বারবার নোটিস পাঠানোর পরও বাগান কর্তৃপক্ষ প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা জমা না করায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে বুধবার জানিয়েছেন আঞ্চলিক পিএফ কমিশনার পবনকুমার বনসাল। তিনি বলেন, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন ওই চা বাগানের ৮০ জন কর্মী-শ্রমিকের মজুরি থেকে কর্তৃপক্ষ প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটলেও তা জমা করেনি। দীর্ঘদিন ধরে ওই টাকা জমা না পড়ায় বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও এনিয়ে বাগান কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। এদিকে, পিএফ ফাঁকি দেওয়ায় চলতি বছরে এনিয়ে ডুয়ার্সের দু’টি চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ। 

    এর আগে আলিপুরদুয়ারের একটি বাগানের বিরুদ্ধে এফআইআর করা হয়। শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ায় গত বছর ডুয়ার্সের ছ’টি বাগানের বিরুদ্ধে এফআইআর করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার। পিএফ বকেয়া থাকায় গত ছ’বছরে ডুয়ার্সের মোট ৩৪টি চা বাগানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

    জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ অফিসের অধীনে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা। নিয়মিত পিএফের টাকা জমা পড়ে, তিন জেলায় এমন উপভোক্তার সংখ্যা দু’লক্ষ ৩০ হাজার। অন্তত ৫০টি চা বাগান কর্তৃপক্ষ সময়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিচ্ছে না বলে এদিন জানিয়েছেন আঞ্চলিক পিএফ কমিশনার। 
  • Link to this news (বর্তমান)