• একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশের পর দিন থেকে শিলিগুড়ি গার্লস হাইস্কুলের একদশ শ্রেণির কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ভর্তি শুরু হয়েছে। স্কুল সূত্রের খবর,  ২মে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। ৩ মে থেকে ভর্তি শুরু হয়েছে। কলা বিভাগে ১৮০টি, বিজ্ঞানে ৬০ এবং বাণিজ্য বিভাগে ৮০টি আসন রয়েছে। আজ, বৃহস্পতিবার ভর্তি প্রক্রিয়া শেষ হবে। স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচী বলেন, এক্ষেত্রে আমাদের স্কুলের মাধ্যমিকে উত্তীর্ণ  ছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    আজ থেকে শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের কলা, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে ছাত্র ভর্তি শুরু হবে। তা চলবে ১০তারিখ পর্যন্ত। স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, একাদশ শ্রেণির কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা ৩০০টি। কিন্তু, মাধ্যমিকে স্কুল থেকেই পাশ করেছে ৩২২জন। তাই একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্কুলের ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে।

    একইভাবে শহরের অন্য স্কুলেও একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া চলছে। এই অবস্থায় নিজেদের পছন্দের স্কুলে ভর্তি হওয়া নিয়ে আশঙ্কায় পড়েছে মাধ্যমিক উত্তীর্ণ অনেক ছাত্রছাত্রী। তারা বিভিন্ন স্কুলের ফর্ম ফিলআপ করেছে। অনেকে আবার নেতাদের ধরে শিক্ষা দপ্তরে এবং বিভিন্ন স্কুলে আবেদন করছে বলে অভিযোগ।

    এদিকে, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও কলেজগুলিতে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। শিলিগুড়ি কলেজের পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত কর বলেন, এই কলেজের বিএ ও বিএসসিতে প্রায় ২৫০০টি আসন রয়েছে। তবে, অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়া চালাবে শিক্ষাদপ্তর। এ ব্যাপারে তারা যা নির্দেশ দেবে সেই মতো ছাত্র ভর্তি করা হবে।
  • Link to this news (বর্তমান)