নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মাধ্যমিকে আকাশছোঁয়া সাফল্য উচ্চ মাধ্যমিকে ধরে রাখতে পারল না উত্তর দিনাজপুর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৭২ জনের মেধা তালিকায় নাম নেই জেলার একজনেরও। স্বাভাবিকভাবেই হতাশ জেলার শিক্ষামহল। মাধ্যমিকে জেলা শহর রায়গঞ্জের করোনেশন হাইস্কুল থেকে আদৃত সরকার রাজ্যের মধ্যে প্রথম হন। দশম স্থানাধিকারী কৌস্তভ সরকারও একই স্কুলের ছাত্র। এবার জেলা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ১৭ হাজার ৩১ জন। তার মধ্যে ১৪ হাজার ৪৯৮ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ এবার জেলার পাশের হার ৮৭.৪৮ শতাংশ। যা রাজ্যের বেশ কয়েকটি জেলার তুলনায় নীচের দিকে। পরিসংখ্যান বলছে, জেলার ৫ হাজার ২৮২ জন ৬০ শতাংশ ও তার বেশি নম্বর পেয়ে সাফল্যের সঙ্গে পাশ করেছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার জেলার যুগ্ম কনভেনার প্রসূন কুমার দত্ত বলেন, সার্বিকভাবে জেলার ফলাফল ভালো হয়েছে। দু-এক নম্বরের জন্য কেউ মেধা তালিকায় স্থান পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। সেক্ষেত্রে এখন কম্পিটিশন অনেক বেশি। এবার স্থান হয়নি, আশা করছি সামনের বছর হবে।
আক্ষেপ রয়েছে শিক্ষকমহলেও। করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা, ভূপাল চন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উৎপল কুমার গোস্বামীরা কথায়, উচ্চ মাধ্যমিকে জেলার সার্বিক ফলে আমরা খুব হতাশ। গত বছর জেলায় একজন মেধাতালিকায় ছিল। কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান পেলেও উচ্চ মাধ্যমিকে একজনও নেই। মেধা তালিকায় নাম থাকলে খুশি হতাম।