• উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় নেই বালুরঘাট, জেলা থেকে প্রথম দশে মাত্র একজন
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও ভালো ফল হল না। উচ্চমাধ্যমিকেও হতাশাজনক ফল গোটা দক্ষিণ দিনাজপুর জেলা। জেলার সদর শহর বালুরঘাটে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সেরা দশের নাম থাকে পরীক্ষার্থীদের। কিন্তু এবার মাধ্যমিকে জেলা থেকে মাত্র দু’জন সপ্তম ও নবমের তালিকায় এসেছে। উচ্চমাধ্যমিকেও মাত্র একজন দশম তালিকায় এসেছে। শহরের কোনও স্কুলের ছাত্রছাত্রী সেরার তালিকায় নেই। এতে হতাশ  জেলার শিক্ষা মহল।

    জেলার ডিআই দেবাশিস সমাদ্দার বলেন,উচ্চ মাধ্যমিকে জেলা থেকে একজনই এবার রাজ্যের মেধাতালিকায় দশম স্থান অধিকার করেছে। বাকি আর কোনও স্কুল মেধা তালিকায় আসেনি। কেন আসেনি, তার কারণগুলি খতিয়ে দেখা হবে।

    বালুরঘাট হাইস্কুলেও প্রতিবছর উচ্চ মাধ্যমিকে ভালো ফল হয়। কিন্তু এবার সেই স্কুল থেকেও কেউ মেধা তালিকায় আসেনি। তবে ওই স্কুলের সর্বোচ্চ সতীর্থ সাহা ৪৭৯ নম্বর পেয়েছে। সে মাধ্যমিকে ষষ্ঠ হয়েছিল। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় আসতে না পেরে মন খারাপ তার। সতীর্থের  বাবা সমিত সাহা বলেন,আমার ছেলে মাধ্যমিকে ষষ্ঠ হয়েছিল। কিন্তু উচ্চমাধ্যমিকে নয় নম্বরের জন্য মেধা তালিকায় আসতে পারেনি। 

    বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত্ সাহা বলেন, প্রতিবছর মেধা তালিকায় কেউ না কেউ থাকে। এবার কেউ এল না। বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়েও এক ছাত্রী অল্পের জন্য মেধা তালিকায় আসতে পারেনি। ওই স্কুলের স্বস্তি ঘোষ ৪৮৪ নম্বর পেয়েছে। 

    মেধা তালিকায় আসতে না পারায় তারও মন খারাপ। স্কুলের প্রধান শিক্ষক পার্থ প্রতীম দত্ত বলেন, কয়েক নম্বরের জন্য মেধা তালিকায় আমাদের স্কুলের ছাত্রী আসতে পারেনি। ফলে একটু খারাপ লাগছে। আমার মনে হয়, ছাত্রছাত্রীদের আরও স্কুলমুখী হতে হবে। 

    বালুরঘাট শহরে একগুচ্ছ স্কুল আছে। সব স্কুলেই এবার হতাশাজনক ফল।  শহরের বাইরে পতিরাম, বাউল, হিলি ও গঙ্গারামপুর মহকুমার স্কুলগুলিতেও কেউ র‍্যাঙ্ক করতে পারেনি। শুধুমাত্র তপন ব্লকের বালাপুর হাই স্কুলের কৌরব বর্মন ছাড়া। সে মেধা তালিকায় দশম স্থান পেয়েছে। অনেকেই মনে করছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা স্কুলে আসে না। এমনকী মোবাইলে ডুবে যাওয়ায় খানিকটা ফল খারাপ হয়েছে। 
  • Link to this news (বর্তমান)