• সাঁইথিয়ায় ধানজমিতে ফের বোমা বিস্ফোরণ
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ফের হাতোড়া পঞ্চায়েতের দক্ষিণ সিজায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। এবার বিস্ফোরণ হয়েছে ধানজমিতে। সাঁইথিয়া থানার পুলিসের অনুমান, এক-দু’টি নয়, একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে। যদিও কে বা কারা জমিতে বোমা রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে, সাঁইথিয়া থানা এলাকায় একের পর এক বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় এবার বিজেপি নেতৃত্ব পুলিসের ভূমিকায় সরব হলেন। তাঁদের দাবি, পুলিসি ব্যর্থতার জেরেই এই বিস্ফোরণ। যদিও শাসক শিবির তৃণমূল কংগ্রেস অবশ্য পুলিসের উপর আস্থা রাখছে। সেইসঙ্গে পুলিসের দাবি, তল্লাশি অভিযানের জেরেই বিভিন্ন এলাকায় মজুত বোমা উদ্ধার হচ্ছে। এটা অবশ্যই অভিযানের সাফল্য। 

    জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, বোমা উদ্ধারের ক্ষেত্রে লাগাতার অভিযান চলছে। একাধিক বোমা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান, কেউ ধানজমিতে বোমা রেখে দিয়েছিল। এই ঘটনায় তদন্ত চলছে। সম্প্রতি হাতোড়া পঞ্চায়েতের দক্ষিণ সিজা ও আকুড্ডিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পৃথক দু’টি ঘটনায় সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বাড়িতে মজুত বোমা বিস্ফোরণ হয়েছিল। এরপরই পুলিস সাঁইথিয়া থানা এলাকাজুড়ে বোমার মজুত বোমার হদিশ পেতে অভিযান শুরু করে। প্রথমদিনের অভিযানে ১১টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছি। ওইদিন আকুড্ডির স্থানীয় বাসিন্দা শেখ বাসারের বাড়ি থেকে একাধিক মজুত বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে দক্ষিণ সিজায় ফাঁকা মাঠের ধার থেকে বোমা উদ্ধার হয়। পরবর্তীতে এদিন ধানজমিতে বোমা বিস্ফোরণ হয়। 
  • Link to this news (বর্তমান)