উচ্চ মাধ্যমিকে পঞ্চম কাটোয়ার ঋদ্ধিত হতে চান চিকিৎসক
বর্তমান | ০৮ মে ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান পেয়েছিলেন। এবার উচ্চমাধ্যমিকেও রাজ্যে পঞ্চম স্থান দখল করলেন কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের ছাত্র ঋদ্ধিত পাল। তিনি বড় হয়ে চিকিৎসক হতে চান। সেই লক্ষ্যেই তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। এবারও তিনি মেধাতালিকায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক থেকে শুরু করে শহরের বাসিন্দারাও। বুধবার ফল প্রকাশের পরেই তাঁর বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ঋদ্ধিত ভালো ফল করেছেন। উনি কাটোয়ার গর্ব। উনি আরও বড় হোন, এটাই আমরা চাই। কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের প্রধান শিক্ষক কমলকান্তি দাস বলেন, ওরাই স্কুলকে গর্বিত করেছে। তাছাড়া ঋদ্ধিত যথেষ্ট বাধ্য ছাত্র। স্কুলের শিক্ষকরা যেভাবে পড়াতেন তা মন দিয়ে পড়ত। ভালো ছাত্রের যেসব গুণ থাকা দরকার তার সবই ওর মধ্যে আছে। আমরাও গর্বিত ওর জন্য।
জানা গিয়েছে, কাটোয়ার ৪নম্বর ওয়ার্ডের সার্কাস ময়দানের বাসিন্দা শিক্ষক চন্দ্রশেখর পালের একমাত্র ছেলে ঋদ্ধিত ছোট থেকেই পড়াশোনায় ভালো। চন্দ্রশেখরবাবু কাশীরাম দাস বিদ্যায়তনেরই অঙ্কের শিক্ষক। মা মণিমাদেবী গৃহবধূ। ২০২৩ সালে মাধ্যমিকে সপ্তম স্থান দখল করেন ঋদ্ধিত। মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৮৬। উচ্চ মাধ্যমিকে ঋদ্ধিত বাংলায় ৯৩, ইংরেজিতে ৯৬, কেমিস্ট্রিতে ১০০, ফিজিক্সে ৯৯, অঙ্কে ৯৯ ও বায়োলজিতে ৯৯ নম্বর পেয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ক্রিকেট খেলতে ভালোবাসেন। ছবিও আঁকেন। এদিন ঋদ্ধিত বলেন, প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়তাম। বাঁধাধরা নিয়মের বাইরে যখনই ইচ্ছা করত, পড়তে বসতাম। পরীক্ষার পর মেধাতালিকায় স্থান পাব, আশা করেছিলাম। বড় হয়ে মানুষের পাশে থাকতে চিকিৎসক হতে চাই।