নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বুধবার হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি হাজি একে খান কলেজেও যান তিনি। তারপর হরিহরপাড়া থানা চত্বরেও পরিদর্শন করে জেলা প্রশাসনিক ভবনে প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব। জেলাশাসকের অধীনস্থ সমস্ত লাইন ডিপার্টমেন্ট যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ করে ও সময়মতো সমস্ত কাজ শেষ হয় সেব্যাপারে গুরুত্ব দিয়েছেন তিনি। জেলাশাসক গোটা টিমকে নিয়ে যেভাবে কাজ করছে, সেই প্রশংসা শোনা গিয়েছে মুখ্যসচিবের গলায়। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দিননারায়ণ ঘোষসহ অন্যান্য সমস্ত আধিকারিকরা। এদিন হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সমস্ত জায়গা ঘুরে দেখেন মনোজবাবু। স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। কিছুদিন আগেই সেখানে সোলার প্যানেল লাগানো হয়েছে। যার ফলে বিদ্যুতের বিল অনেক কম আসছে বলে সুবিধা হয়েছে, জানালেন স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব। অতিরিক্ত জেলাশাসক সাধারণ এবং বহরমপুর সদরের মহকুমা শাসক শুভঙ্কর রায় এদিন মুখ্যসচিবের সঙ্গে হরিহরপাড়া ব্লকে ঘোরেন। দিননারায়ণবাবু বলেন, হরিহরপাড়া ব্লকের তিনটি জায়গায় মুখ্যসচিব পরিদর্শন করেছেন। তারপর জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিং করেন।