নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধের আবহে অসাধু ব্যবসায়ী-বিক্রেতারা যাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বাড়াতে না পারে, সেদিকে বিশেষ নজরদারি চালাবে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় এনিয়ে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানান। রাজ্য সরকারের দ্রব্যমূল্য সংক্রান্ত একটি টাস্ক ফোর্স আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই, বৈঠকে যোগ দেওয়ার জন্য টাস্ক ফোর্স সদস্যের সরকারের তরফে জানানো হয়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডাকা হতে পারে। প্রশাসন ও পুলিসের শীর্ষকর্তারাও থাকবেন।
টাস্ক ফোর্সের সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, খাদ্যসামগ্রীর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। সব্জি ছাড়াও ডাল, চিনি, তেল মশলা প্রভৃতির মজুতও পর্যাপ্ত রয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় গরমের বিভিন্ন সব্জির জোগান বাজারে ভালো আছে। এবার রাজ্যের হিমঘরগুলিতে ৭৪ লক্ষ টনের কিছু বেশি আলু মজুত হয়েছে, যা সর্বকালীন রেকর্ড বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। হিমঘরে মজুত আলু বাজারে আসতে শুরু করেছে। হিমঘরে বেশি পরিমাণে আলু থাকার জন্য এবার বেশি দাম নেওয়ার সুযোগ কম বলে ব্যবসায়ী মহল জানিয়েছে। নামমাত্র লাভে হিমঘর থেকে আলু বের করতে হচ্ছে। হিমঘঘ থেকে ১৫-১৬ টাকা কেজি দরে সাধারণ জ্যোতি আলু বেরচ্ছে। কলকাতার খুচরো বাজারে তা ২২ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। রাজ্যে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হওয়ায় ২০ টাকা কেজি বা তার কম দামে পেঁয়াজ খুচরো বাজারে বিক্রি হয়েছে। তবে খোলবাজারে চালের দাম আগে থেকে কিছুটা চড়ে আছে। চালের দামের দিকে নজর রাখা জরুরি বলে টাস্ক ফোর্সের সদস্যরাও মনে করছেন।