• বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘অপারেশন সিন্দুর’-এর পরই বুধবার গোটা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিল লালবাজার। বিশেষ করে, রাতের বেলায় অফিসারদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি পরিস্থিতিতে তলব পাওয়া মাত্রই সব পুলিসকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ বাহিনীকে এই বার্তা দিয়েছেন বলে লালবাজারের এক বিশেষ সূত্রে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)