উচ্চ মাধ্যমিকে নবম বাণিজ্যের ছাত্র, চমকে দিলেন টাকি হাউসের শৌণক
বর্তমান | ০৮ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজ্ঞান নিয়ে নয়, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। কলকাতার টাকি হাউস (গভর্নমেন্ট স্পনসর্ড) মাল্টিপারপস স্কুল ফর বয়েজের ছাত্র শৌণক বন্দ্যোপাধ্যায় ভালো ফল করবেন নিশ্চিত ছিলেন। কিন্তু উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে থাকবেন ভাবেননি। বাণিজ্য নিয়ে পড়ে রাজ্যের মধ্যে নবম স্থান দখল করে সকলকে তাক লাগিয়ে দিলেন। টিভির পর্দায় তাঁর নাম ঘোষণা হতেই পরিবারে উচ্ছ্বাসের ঢেউ। ভবিষ্যতে শৌণকের লক্ষ্য চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া।
কাঁকুড়গাছির শিবকৃষ্ণ দাঁ লেনে শৌণকদের বাড়ি। বাবা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় চাকরি করেন। মা সোমাদেবী গৃহশিক্ষিকা। পড়াশোনায় বরাবরই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত শৌণক। সাফল্য পেতে প্রচুর পরিশ্রম করেছেন। বাদ্যযন্ত্রের প্রতি প্রবল ঝোঁক। পড়াশোনার মাঝে অবসর কাটে তবলার বোল তুলে। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে বলে বুধবার টিভির সামনে বসেছিলেন। রাজ্যের মেধা তালিকায় নিজের নাম নবম স্থানে ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন। আনন্দে পরিবারের সদস্যদের দু’চোখ জলে ভরে যায়। স্কুল কর্তৃপক্ষও ফোন করে শুভেচ্ছা জানায় ছাত্রকে।
বাড়িতে বসে নিজের বেস্ট অব ফাইভের মার্কস দেখালেন শৌণক। অঙ্ক, ইকনমিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, এই তিন বিষয়ে ১০০ করে পেয়েছেন। অ্যাকাউনন্টেসিতে ৯৬ এবং ইংরেজিতে পেয়েছেন ৯৩। সবমিলিয়ে প্রাপ্ত নম্বর ৪৮৯। শৌণক বলেন, ‘বিজ্ঞান নিয়ে পড়িনি। মেধাতালিকায় জায়গা পাওয়ার আশা ছিল না। রাজ্যের প্রথম দশের মধ্যে নবম হয়ে আমি সত্যিই আপ্লুত।’-নিজস্ব চিত্র