এন্টালির ফিলিপস মোড়ের ডাকাতি, ট্যাক্সিচালক সহ ধৃত আরও ২
বর্তমান | ০৮ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফরেক্স সংস্থার কর্মীরা যে ট্যাক্সিতে চেপে দু’কোটি ৬৬ লাখ টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন, এবার তার চালককে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতের নাম আলমগীর খান (৩৬)। পাশাপাশি মন্দিরবাজারের বাসিন্দা শাখরুখ শেখ নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে লালবাজার। এনিয়ে এই ডাকাতির মামলায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। তবে এখনও অন্তত তিন থেকে চারজন পলাতক। তাদের খোঁজে কলকাতা শহরতলির পাশাপাশি ভিনরাজ্যে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
কেন গ্রেপ্তার করা হল ট্যাক্সি চালক আলমগীরকে? গোয়েন্দা বিভাগের এক সূত্রের কথায়, ডাকাতির দিন রাতে এন্টালি থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল ট্যাক্সিচালক আলমগীরকে। কিন্তু তদন্তের অগ্রগতি হতেই গোয়েন্দাদের কাছে পরিষ্কার হয়, ডাকাতিতে ট্যাক্সিচালকের যোগসাজশ। তারপরই গ্রেপ্তার করা হয় তিলজলার বাসিন্দা ট্যাক্সিচালক আলমগীরকে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত তার ট্যাক্সিটিও।
গোয়েন্দাদের দাবি, আলমগীর ও তার ট্যাক্সিকে ‘শিখণ্ডি’ করে ডাকাতির ফাঁদ পাতা হয়েছিল। তাই ১১৮ নম্বর এস এন ব্যানার্জি রোডে ওই ফরেক্স সংস্থার সামনে অনেক আগে থেকেই ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিল আলমগীর! যাতে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার সময় তার ট্যাক্সিই ভাড়া করতে হয় ফরেক্স সংস্থার দুই কর্মীকে। অন্যদিকে, মন্দিরবাজারের শাখরুখ শেখ ফরেক্স সংস্থার কাছে দাঁড়িয়ে থেকে এন্টালির ফিলিপস মোড়ে অপেক্ষারত দুই অভিযুক্তকে ট্যাক্সির নম্বর পৌঁছে দিয়েছিল। যাতে তারা টাকা বোঝাই ট্যাক্সিতে উঠতে পারে।
লালবাজারের এক সূত্র জানাচ্ছে, ‘সোমবার দুপুরে ডাকাতির আগে থেকেই কামারডাঙা রোডে বাইকে চেপে আসা অন্তত ৩ দুষ্কৃতী ওই ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ট্যাক্সি সেখানে পৌঁছতেই টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এই দুষ্কৃতীদের কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।’ তবে খোয়া যাওয়া ২ কোটি ৬৬ লাখ টাকার মধ্যে আপাতত ৭৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে লালবাজার। যদিও সরকারিভাবে এই টাকা উদ্ধারের সত্যতা স্বীকার করেনি লালবাজারের কর্তারা। এদিকে, ধৃত আলমগীর ও শাহরুখকে আজ বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে হাজির করানোর কথা রয়েছে।