ক্যান্সার যুদ্ধে হারলেও সুজালি জিতে গেলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে
বর্তমান | ০৮ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জীবনযুদ্ধে হেরে গিয়েও অন্তিম জয়ের স্বাক্ষর রেখে গেলেন চন্দননগরের সুজালি পাত্র। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরপরই মারণ ক্যান্সারের সঙ্গে লড়াইতে হেরে গিয়েছিলেন সুজালি। তবে কলকাতার হাসপাতালে বিছানায় শুয়ে দাঁত দাঁত চেপে যে লড়াইটা তিনি করতে পেরেছিলেন তাতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন তরুণী। প্রয়াত ভাগ্নির পরীক্ষার ফল জেনে বুধবার চোখের জলে বুক ভাসাচ্ছিলেন জুটমিল শ্রমিক মামা সত্যজিৎ রায়। সুজালির স্কুল থেকে এদিন পরীক্ষার ফলাফল জানাতেই কান্নায় ভেঙে পড়েন মামা। বলেন, ভাগ্নিটা বরাবরই কষ্টে মানুষ হয়েছে। ১১ দিন বয়সে মা মারা গিয়েছিল। বাবা পরে ছেড়ে চলে যায়। আমিই বুকে করে মানুষ করেছি। অদম্য জেদ ছিল। একবার পরীক্ষা দিতে পারেনি ক্যান্সারের দাপটে। এবার অনেক কষ্টে পরীক্ষা দিয়েছিল। মেধায় যে ফাঁক ছিল না জীবন দিয়ে প্রমাণ করে গেল মেয়েটা। কাঁদতে কাঁদতে তখন শ্বাস আটকে যাচ্ছিল দরিদ্র মামার।
মাধ্যমিকেও প্রথম শ্রেণিতে পাশ করেছিল সুজালি। তারপরেই ওভারিতে ক্যান্সার ধরা পড়ে। গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেননি। আর এবার হাসপাতালের বিছানায় শুয়ে পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষা শেষ করতে পারলেও জীবনের লড়াইটা হেরেই শেষ করতে হয় সুজালিতে। গত ২৮ এপ্রিল তিনি মারা যান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার হুগলি জেলার কনভেনার শুভেন্দু গড়াই বলেন, ওঁকে বিশেষ ব্যবস্থা করে পরীক্ষা দেওয়ানো হয়েছিল। মেয়েটা অকালে চলে গেল, খুব খারাপ লাগছে। এদিন পরীক্ষার ফল বের হওয়ার পরে আরও বেশি করে সেদিনের কথা মনে পড়ছে।