পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলি, জখম তৃণমূল বুথ সভাপতি
প্রতিদিন | ০৮ মে ২০২৫
অর্ণব দাস, বারাসত: পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার রোহন্ডা চন্ডিগড় পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। জখম সাহাদুল ইসলামের (৩২) বাঁ হাতে গুলি ভেদ করে বুকে আটকে গিয়েছে।
চিকিৎসার জন্য প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মূল অভিযুক্ত রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রিয়াজুলের সঙ্গে তাঁর মা-বাবার দীর্ঘদিনের বিবাদ। এই নিয়ে বৃদ্ধ অসহায় দম্পতি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মসিয়ার রহমান ও তৃণমূলের বুথ সভাপতি সাহাদুল ইসলামের দ্বারস্থ হন।
এদিন রাতে তৃণমূল নেতারা রিয়াজুলের বাড়িতে যায়। অভিযোগ, তখনই বাড়ির দোতলার ছাদ থেকে রিয়াজুল গালিগালাজ করে গুলি চালাতে সাহাদুল গুলিবিদ্ধ হন। এই প্রসঙ্গে বারাসত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া জানিয়েছেন, পারিবারিক সমস্যা মেটাতে গিয়েই গুলিবিদ্ধ হন বুথ সভাপতি। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।