ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ স্কুল পড়ুয়ার। মৃত্যু হয়েছে ক্যাব চালকেরও। বৃহস্পতিবার পাঞ্জাবের পাতিয়ালার ঘটনা। ক্যাবে ধাক্কা মারে একটি ট্রাক। তাতেই দুমড়ে মুচড়ে যায় স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া গাড়িটি। গাড়িতে সাত জন পড়ুয়া ছিল। একজনের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে পড়ে ৫ জনের মৃত্যু। গুরুতর জখম দুই। বৃহস্পতিবার সকালে দেহরাদুন থেকে হরসিল যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ওই হেলিকপ্টারে ৭ জন যাত্রী ছিলেন। পুলিশ, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল দুর্ঘটনাস্থলে দিকে রওনা হয়েছে।
পাকিস্তানের সেনা কনভয়ে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলা। নিহত ১২ পাক সেনা। শক্তিশালী IED বিস্ফোরণ ঘটানো হয় রিমোট কন্ট্রোলে। বালোচিস্তানের বোলানের মচ কুন্দ এলাকায় বুধবার হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে BLA। পাক সেনার টহলদারি কনভয়ে ওই হামলা চালায় BLA-র স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড।
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। অপারেশন সিঁদুরের ঠিক পরের দিনই এই বিস্ফোরণ। লাহোর ওয়ালটন এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ বলে খবর। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পর পর বিস্ফোরণের শব্দে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন লোকজন।
আজ আইপিএলে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচ।
আজ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তীব্র গরম অনুভূত হবে। ৪০ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামিকাল ৯ তারিখ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের আশঙ্কা। বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ঠেকাতে নবান্নে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষি বিপণন নিয়ে মূলত এই বৈঠক বলে খবর।
মুম্বইয়ে শিউরে ওঠার মতো ঘটনা। হোটেল রুমে প্রেমিককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। প্রেমিককে খুনের পর ফেক মেসেজ করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টাও করে তরুণী। ৫ মে-র ঘটনায় বুধবার গ্রেপ্তার হয়েছে।
গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুরে এই ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় এক যুবক তাঁর বাবা, মাকে রোজ মারধর করেন। বুধবার রাতে সেখানে ঝামেলা মেটাতে গেলে গুলি করা হয় বুথ সভাপতি শাহাদুল ইসলামকে।