• এ মাসেই তৃণমূলে সাংগঠনিক বদলের সম্ভাবনা, নজরে পারফরম্যান্স
    এই সময় | ০৮ মে ২০২৫
  • এই সময়: চলতি মাসেই তৃণমূলে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদলের ইঙ্গিত মিলছে। গত পাঁচ–ছ’ মাসে বিভিন্ন কারণে এই রদবদল বার বার পিছিয়েছে। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক অতীতে একাধিক বার বলেছেন, ঠিক সময়েই রদবদল হবে এবং তা হবে পারফরম্যান্সের মাপকাঠিতেই।

    তৃণমূলে বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থাকা একাধিক নেতার পর্যবেক্ষণ, চলতি মাসেই সেই রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা।

    গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘মে–র ১০ তারিখের মধ্যেই একপ্রস্ত রদবদল ঘোষণার সম্ভবনা ছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর শুরু হওয়ায় সেই ঘোষণা একটু পিছিয়ে যেতে পারে।’

    তৃণমূলের এক সাংগঠনিক জেলা সভাপতিরও বক্তব্য, ‘মুর্শিদাবাদ সফর সেরে দলনেত্রী কলকাতায় ফেরার পরেই রদবদল ঘোষণার সম্ভবনা ছিল। এখনকার পরিস্থিতিতে তা একটু পিছোতে পারে। তবে মে মাসের মধ্যেই রদবদল শুরুর প্রবল সম্ভবনা।’

    ২০২৪–এ ২১ জুলাইয়ের মঞ্চে অভিষেক ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের ফলাফল–সহ একাধিক মাপকাঠি সামনে রেখে সংগঠনের বিভিন্ন স্তরে রদবদল করা হবে। গত বছর সেপ্টেম্বরে অভিষেক জানান, সংগঠনে রদবদলের খসড়া প্রস্তাব তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছেন।

    দলনেত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের নেতা–কর্মীদের সভায় অভিষেক ফের জানান, রদবদল আসন্ন। জেলায় জেলায় সংগঠনে কোথায় ফাঁকফোকর রয়েছে, নির্দিষ্ট বিধানসভার কোন কোন বুথে সাংগঠনিক দুর্বলতা রয়েছে—গত ১৫ মার্চ দলের ভার্চুয়াল বৈঠকে অভিষেক সে নিয়ে ফের বিশদে জানান।

    শাসকদলের একাধিক নেতার পর্যবেক্ষণ, ২০২৪–এর ভোটের প্রেক্ষাপটে সংগঠনের প্রতিটি স্তরের নেতার পারফরম্যান্স নিয়ে তিনি যে বিশদ হোমওয়ার্ক করেছেন, ১৫ মার্চই অভিষেক বুঝিয়ে দিয়েছিলেন। তৃণমূলের এক সাংসদের কথায়, ‘ঠিক কোথায় কোথায় বদল প্রয়োজন, ওই ভার্চুয়াল বৈঠকেই অভিষেক তার ইঙ্গিত দেন।’

    ওই বৈঠকের আগে তৃণমূল বিধায়করা তাঁদের বিধানসভা এলাকায় শাখা সংগঠন থেকে মূল সংগঠনের কোথায় অদলবদল প্রয়োজন—তার একটা খসড়া তালিকা দলীয় নেতৃত্বের কাছে জমা দিয়েছিলেন।

    একই সঙ্গে সাংগঠনিক রদবদল নিয়ে একটি ভোটকুশলী সংস্থার পর্যবেক্ষণও তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে রয়েছে বলে একাধিক নেতার বক্তব্য। এই সব তথ্য–পর্যবেক্ষণের ভিত্তিতেই চলতি মাসে রদলবদলের সম্ভাবনা দেখছে‍‍ন নেতারা।

    এক নেতার বক্তব্য, ‘২০২৬–এর এই মে মাসেই বিধানসভা ভোটের ফল বেরোনোর কথা। ফলে রদবদল করতে হলে দ্রুত করতে হবে। আরও দেরি হলে জেলা, ব্লকের নতুন নেতৃত্ব যথেষ্ট সময় পাবেন না ভোট–প্রস্তুতিতে।’

  • Link to this news (এই সময়)