• বাড়িতে অসুস্থ ছেলেকে রেখে দেশের ডাকে সীমান্তে প্রদীপ
    এই সময় | ০৮ মে ২০২৫
  • এই সময়,ধূপগুড়ি: দেশের ডাক এসেছে তাই বাড়িতে অসুস্থ ছেলেকে রেখে সীমান্তে ছুটে গেলেন সেনা জওয়ান। জলপাইগুড়ির এথেলবাড়ি এলাকার বাসিন্দা প্রদীপ প্রধান পাঞ্জাবের পঞ্চকুল্লা এলাকায় কর্মরত। অফিসারদের বার্তা পেয়ে দ্রুত চলে যেতে হয়েছে তাঁকে।

    প্রদীপের বড় ছেলে পিয়াস দশম শ্রেণির ছাত্র। ছোট ছেলে প্রিয়াস পড়ে তৃতীয় শ্রেণিতে। সে আবার কিডনির সমস্যায় ভুগছে। একটি মাত্র কিডনি রয়েছে তার। জুন মাসে ছোট ছেলেকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার কথা ছিল প্রদীপের। তাই ছুটি নিয়েছিলেন তিনি।

    বর্তমানে গোটা দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতি। পেহেলগাওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্ত এলাকায়। ছুটি বাতিল হয়েছে সমস্ত সেনা জওয়ানদের। সেই নিয়ম থেকে বাদ পড়েননি প্রদীপও। ডাক আসার সঙ্গে সঙ্গে নিজের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে তাঁকে। এই কারণে দুশ্চিন্তায় পড়েছে গোটা পরিবার।

    দুই সন্তানকে নিয়ে বর্তমানে মায়ের বাড়িতে রয়েছেন স্ত্রী ইন্দিরা। ছেলের চিকিৎসা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেই চিন্তা রাতের ঘুম উধাও করে দিয়েছে তাঁর। কিন্তু সেনা জওয়ানদের কাছে পরিবারের চেয়েও আগে দেশ।

    তাই স্বামীর কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত সমস্যায় ফেললেও দেশের স্বার্থে সব মেনে নিয়েছেন তিনি। বয়স্ক মা রানু দেবী প্রধান, বাবা রতন কুমার প্রধান বাড়িতে থাকলেও এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকে চাইছেন জঙ্গিদের যোগ্য জবাব দিক ভারত।

    ইন্দিরা বলেন,‘খুবই দুশ্চিন্তায় আছি আমরা। প্রতিটা মুহূর্তে খবরের দিকে নজর রাখছি। স্বামী পাঞ্জাব সীমান্তে রয়েছেন, তাঁর জন্যও খুব চিন্তা হচ্ছে। কিন্তু দেশ আমাদের সকলের আগে।’

    বড় ছেলে পিয়াস প্রধানের কথায়,‘বাবা সীমান্তে রয়েছেন, তাই আমরা সকলে চিন্তায় থাকি। স্কুল থেকে বাড়ি ফিরে টিভি খুলে খবর দেখি। প্রতিদিন ফোনে বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তবে যাই হোক না কেন, যুদ্ধ কাম্য নয়। দুই দেশের জন্যই যুদ্ধ ক্ষতিকর।’

  • Link to this news (এই সময়)