ভূটান ও চিন সীমান্তের কাছে তৈরি হল সড়ক, ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ...
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাগরাকাটার ভুটান সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ১৭ নম্বর জাতীয় সড়কের উপর চালসা ও নাগরাকাটার মাঝে চাপড়ামারি অভয়ারণ্যের ভেতরে রয়েছে খুনিয়া মোড়। এই খুনিয়া মোড় থেকে একটি রাস্তা কুমানি, নকশাল বস্তি, ঝালং, বিন্দু, তোদে-তাংতা হয়ে ভুটান সীমান্ত পর্যন্ত চলে গিয়েছে। তাংতা থেকে ভারত-ভুটান ও চীন, তিন দেশের সংযোগস্থলের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। সম্প্রতি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ও পর্যটন বিকাশের লক্ষ্যে এই সড়কের নবনির্মাণ শুরু হয়েছে। খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত ১১.৮ কিমি রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বুধবার বিকেলে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে এই রাস্তা জনগণের জন্য খুলে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
জানা গিয়েছে নকশাল বস্তি থেকে বিন্দু পর্যন্ত রাস্তাটিও তৈরির কাজ চলছে। কিছুদিনের মধ্যেই সেই কাজও শেষ হবে। তার পরবর্তিতে ভুটান সীমান্ত হয়ে সিকিম পর্যন্ত রাস্তার নির্মাণের জন্য 'ডিটেইল প্রজেক্ট রিপোর্ট' তৈরির কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ রাস্তাটি তৈরির কাজ চলবে। এই পথেই অবস্থিত ঝালং-এ জলঢাকা নদীর উপর রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। বিন্দুতে রয়েছে ব্যারেজ। নদীর অপর প্রান্তে ভুটান, খুবই কাছে চিন। আবহাওয়া পরিস্কার থাকলে তোদে-তাংতা থেকে চিন সীমান্তের ডোকলাম খালি চোখে দেখা যায়। ফলে সামরিক দিক থেকেও এই এলাকাটি স্পর্শকাতর। নতুন তৈরি হওয়া রাস্তাটি ভার্চুয়ালি উদ্বোধন করার পরই বুধবার স্থানীয়ভাবে ফলকের আবরণ উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা। ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেঙ্গরা, গ্রিফের ইঞ্জিনিয়ার অনিল কুমার, গ্রিফের পদাধিকারী হরিবলা ভাট, আজিজ লস্কর প্রমুখ।
উদ্বোধন করে সাংসদ মনোজ টিজ্ঞা বলেন, বর্ডার এলাকার এই রাস্তা শুধু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নয় পর্যটনের বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে। এই পথ ধরে আগামী দিনে সিকিম পর্যন্ত যাওয়া যাবে।