৪০ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ, তীব্র গরমে হাঁসফাঁস দশা বাংলায়, ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা...
আজকাল | ০৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্বস্তির আবহাওয়া উধাও। মে মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় ফিরল তীব্র গরমে হাঁসফাঁস দশা। আজ থেকে একটানা তাপপ্রবাহের সতর্কতা রয়েছে জেলায় জেলায়। সব জেলাতেই চড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও, উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা অব্যাহত।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর কয়েকদিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।
আজ থেকে একটানা তীব্র গরম ও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। আগামী চারদিন তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারিও হয়েছে একাধিক জেলায়। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে এবং শনিবার ও রবিবার বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। চলতি সপ্তাহে বাকি সব জেলায় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হবে। সব জেলাতেই হলুদ সর্তকতা রয়েছে।
একটানা তীব্র গরমের পর আগামী সপ্তাহের শুরু থেকেই ফের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী সাতদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। শুধুমাত্র শনিবার ও রবিবার মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।