• ৫ জেলায় তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গে পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, ফের বৃষ্টি কবে?
    আজ তক | ০৮ মে ২০২৫
  • হাওয়া অফিস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় বদল হতে চলেছে।  দক্ষিণবঙ্গে আগামী চারদিন তীব্র গরমের পূর্বাভাস রয়েছে।  একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কবে ফের বৃষ্টি নামবে? উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সব আপডেট।

    ফের তাপপ্রবাহের সতর্কতা
    গত সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়  বৃষ্টিপাত হয়েছে। তবে চলতি সপ্তাহের শেষে ফের গরম ও অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ তো বটেই শনিবার পর্যন্ত রোদের তাপে পুড়বে উত্তরবঙ্গের জেলাগুলিও। আগামী তিন দিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। একইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিন জারি করা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।  হাওয়া অফিস বলছে  দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে, ৪০ ডিগ্রি সেলসিয়াসে।   বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম এবং কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও থাকবে‌। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা রয়েছে।    

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    আজ বৃহস্পতিবার  পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।  শুক্রবার  পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় তাপপ্রবাহ চলবে। ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রবল গরম সহ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস সতর্ক করে বলছে শনিবার এবং রবিবার একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও গরম সহ অস্বস্তিকর আবহাওয়া থাকবে।  আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলার উপকূলবর্তী এলাকায় আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশ থাকতে পারে। সর্বনিম্ন ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। বাকি জেলায় আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭০ থেকে ৮০ শতাংশ থাকতে পারে, আর তা সর্বনিম্ন হতে পারে ৩০ থেকে ৪০ শতাংশ।     

    উত্তরবঙ্গের পরিস্থিতি  
     উত্তরবঙ্গের জেলাগুলিতে গরমের আশঙ্কা রয়েছে। শনিবার ও রবিবার মালদায় ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রার পারদ। ফলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে  আগামী সাতদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে‌। জারি রয়েছে হলুদ সর্তকতা।   

    দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি কবে?   
    আগামী সপ্তাহে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। 

    কলকাতার আবহাওয়া
    এদিন  কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দুপুরে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। আজ  থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে শহরে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজ তক)