‘কবরে শান্তি পাবে ছেলে’, অপারেশন সিঁদুরের সাফল্যে ঝন্টুর পরিবার
দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৫
এ বার কবরে শান্তি পাবে ছেলে, ‘অপারেশন সিঁদুর’–এর সাফল্যের পর বুধবার বলেছেন শহিদ ঝন্টু আলি শেখের বাবা সবুর শেখ। ভারতের প্রত্যাঘাতের জন্য দিন গুনছিলেন ঝন্টুর স্ত্রী শাহনাজ পারভিন। এ দিন সকালে ভারতীয় সেনার সাফল্যের খবর পেয়ে তিনিও আনন্দিত। উচ্ছ্বসিত ঝন্টুর ১২ বছরের ছেলেও। ঝন্টুর দাদা ও বৌদিও ভারতীয় সেখানে কর্মরত। অপারেশন সিঁদুর নিয়ে তাঁর দাদা সুবেদার রফিকুল শেখ জানিয়েছেন, ভারতীয় সেনা বদলা নিয়েছে। উচিত জবাব দিয়েছে। এই সাফল্য নিজের ভাইকেই উৎসর্গ করেছেন তিনি।
নদিয়া জেলার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু ৬ প্যারা এসএফ–এ কর্মরত ছিলেন। কাশ্মীরের পহেলগাম কাণ্ডের পর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে তিনি নিহত হয়েছিলেন। এরপর থেকে দেশবাসীর পাশাপাশি ভারতের প্রত্যাঘাতের অপেক্ষায় ছিলেন ঝন্টুর পরিবারের সদস্যরাও। অপারেশন সিঁদুরের সাফল্যের পর সাময়িক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তাঁরা। ঝন্টুর স্ত্রী শাহনাজ জানিয়েছেন, আনন্দে তাঁর চোখ থেকে জল পড়া থামছে না। ভারত সরকার ও ঝন্টুর সহকর্মীরা তাঁর মৃত্যুর প্রতিশোধ নিয়েছেন। অভিযানের নামকরণেরও প্রশংসা করেছেন তিনি।
এ বিষয়ে রফিকুল ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন। পাশাপাশি দেশের মানুষের আবেগ ও কষ্টকে মর্যাদা দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর বার্তা, সন্ত্রাসবাদকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। পাশাপাশি রফিকুল জানিয়েছেন, ২৬ জন মানুষের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে তাঁর ভাইকে শহিদ হতে হয়েছে। ভারতের এই প্রত্যাঘাত ভাইয়েরই জয়।
উল্লেখ্য, মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। এর পরের দিনই অপারেশন সিঁদুরের সাফল্যে স্বস্তিতে ঝন্টুর পরিবারের সদস্যরা।