সুপার নিউমেরারি পদে নিয়োগ সংক্রান্ত রাজ্যের আবেদন খারিজ
দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৫
উচ্চ প্রাথমিকের মামলায় সুপার নিউমেরারি পদে নিয়োগে স্থগিতাদেশ জারি করেছে আদালত। বুধবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানি চলাকালীন বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, আপাতত উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে কোনও নিয়োগ করা যাবে না। এ বিষয়ে পুরনো নির্দেশই বহাল থাকবে।
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। সম্প্রতি ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। যদিও এই মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এরপর উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের বিষয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন জানায় রাজ্য। রাজ্য চেয়েছিল, সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। তবে হাই কোর্ট সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহাল রাখল হাই কোর্ট।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন রাজ্যের আবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার রাজ্যকে লিখিতভাবে আবেদন তার পরেই বিচারপতি বসু এ-ও জানান, বুধবার লিখিত আবেদন করতে হবে। সেই নির্দেশ মেনে বুধবার রাজ্য আবেদন জানালে রাজ্যের আবেদন খারিজ করে দেন বিচারপতি।