• দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের যোগ্য জবাব দেওয়া উচিত: ফিরহাদ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৫
  • দেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বা ক্ষতির যোগ্য জবাব দেওয়া উচিত। সাফ জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, ‘যেকোনও ঘটনার একটা পরিপ্রেক্ষিত থাকে। যদি কোনও বিল্ডিং পড়ে, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়। আগুন লাগলেও তেমনটাই হয়। তাহলে দেশের নিরীহ মানুষ মরে গেলে, তার দায় কাদের, সুরক্ষা কোথায় ছিল?’

    মেয়রের প্রশ্ন, ‘জঙ্গিরা ঢুকে এলো, সাধারণ মানুষকে মেরে দিল। আর্মি, বিএসএফ তখন কোথায় ছিলেন? কেন সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লো? এসব নিয়েও তদন্ত হওয়া দরকার।’

    তিনি আরও বলেন, ‘জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হোক। আমেরিকা যেমন ওসামা বিন লাদেনকে শিক্ষা দিয়েছে, তেমনই হওয়া উচিত। তাদের এনে ফাঁসি দেওয়া হোক। কিন্তু সেই সাথে সাধারণ মানুষের জীবন আর নিরাপত্তা—এই দিকটা ভুলে গেলে চলবে না। কারণ, আরও ঝন্টু শেখরা প্রাণ দেবে। কিন্তু দেশের সম্মান আমাদের কাছে সবার উপরে।’

    সাম্প্রতিক সময়ে রাজ্যের বিজেপি নেতারা সেনাবাহিনীর সাফল্যের কামনায় মন্দিরে পুজো দিচ্ছেন। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘পুজো দিন, তাতে সমস্যা নেই। কিন্তু ধর্মীয় মেরুকরণের চেষ্টা বাংলায় সফল হবে না। বাংলার মানুষ রবীন্দ্রনাথ, নজরুলকে পড়ে বড় হয়েছে। ঠাকুর রামকৃষ্ণের আদর্শে বিশ্বাসী। যত মত, তত পথ—এই ভাবনাতেই আমরা বিশ্বাস করি।’

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি—মাদ্রাসায় বুথ না হোক, হিন্দুদের মুসলিম মহল্লা দিয়ে যেতে না হয়, সে জন্য অতিরিক্ত বুথ হোক। এই দাবিকে কড়া ভাষায় খণ্ডন করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘এটা সংবিধান-বিরোধী। সংবিধান আমাদের যা অধিকার দিয়েছে, তার মধ্যেই থাকতে হবে। হিন্দু-মুসলমান করে কিছু লাভ নেই। আমরা সবাই ভাই ভাই। বাংলা এই বিভাজনের রাজনীতি কখনও মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।’ বাংলার মাটি, তার সম্প্রীতির ঐতিহ্যকে সামনে রেখেই মেয়রের কড়া বার্তা—মানুষের পাশে থেকে কাজ করাটাই আসল রাজনীতি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)