• তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের চার থেকে ছয় জেলায়।
    প্রতিদিন | ০৮ মে ২০২৫
  • নিরুফা খাতুন: আজ বৃহস্পতিবার থেকে বঙ্গে আবহাওয়া বদল। তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের চার থেকে ছয় জেলায়। শনিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের উপরের জেলায় বৃষ্টি হলেও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় গরম আবহাওয়া থাকবে। শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে মালদহে। এদিকে বর্ষার আগাম আগমনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শনি ও রবিবার তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। কলকাতার তাপমাত্রাও ক্রমশ বাড়বে। ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

    দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। নিচের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনি ও রবিবার মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি।

    বৃহষ্পতিবার ঝড়ের সম্ভাবনা কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

    এদিকে বর্ষার আগমনের আগাম পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অনুমান করা হচ্ছে, নির্ধারিত দিনের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে পূর্বাভাস। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ‘অনসেট’ হয় ২২ মে। গত বছর তিনদিন আগে ১৯ মে ‘অনসেট’ হয়েছিল। পূর্বাভাস এবার আরও অনেকটা আগেই ভারতের দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে।
  • Link to this news (প্রতিদিন)