এই সময়, দুর্গাপুর: কোনও অধ্যাপক মেরেকেটে একটা বা দু’টো ক্লাস নিয়ে দায়িত্ব সামলাচ্ছেন। কেউ আবার সপ্তাহে দু’দিনের বেশি আসছেন না! দীর্ঘদিন ধরে এটাই চেহারা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের। কিন্তু কাঁহাতক এই অব্যবস্থা সহ্য করা যায়?
কলেজ সূত্রের খবর, কমপক্ষে সাত–আট জন অধ্যাপক নিয়মিত কলেজে আসেন না। এলেও ঠিক মতো ক্লাস নেন না। এ বিষয় নিয়ে প্রিন্সিপালের কাছে আগেই অভিযোগ জানিয়েছে ছাত্রছাত্রীরা। প্রিন্সিপাল সতর্ক করে দেন সেই অধ্যাপকদের, কিন্তু আখেরে কোনও লাভ হয়নি।
সমস্যার সমাধান করতে এ দিন অধ্যাপকদের নিয়ে বৈঠক করেন প্রিন্সিপাল দেবনাথ পালিত। শোনা গিয়েছে, যে সমস্ত অনিয়মিত অধ্যাপক রয়েছেন, তাঁদের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় প্রিন্সিপালের। সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বিধাননগরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয় এবং এর পরেই উত্তেজিত ছাত্রছাত্রীরা ঘেরাও করেন অধ্যাপকদের।
কলেজের প্রাক্তন ছাত্র তথা জেলা টিএমসিপি নেতা শুভজ্যোতি মজুমদার বলেন, ‘প্রিন্সিপাল নিয়মিত আসেন কলেজে। কোনও অধ্যাপক না–এলে তিনি উদ্যোগ নিয়ে নিজে সেই ক্লাস নেন।’ নির্দিষ্ট কোনও অধ্যাপকের নাম সরাসরি না–নিলেও কলেজের সামগ্রিক বেহাল দশা দেখে হতাশ প্রিন্সিপাল।
তিনি বলেন, ‘আমি বরাবর কলেজের ও পড়ুয়াদের মানোন্নয়নের চেষ্টা করি। কিছু স্বার্থান্বেষী মানুষ সুষ্ঠু ভাবে কলেজ পরিচালনা করতে বাধা সৃষ্টি করছেন। তা নিয়ে আলোচনার সময়ে একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। সামান্য অসুস্থও হয়ে পড়ি। আমার সঙ্গে কলেজের ছাত্রছাত্রী–সহ অধ্যাপকদের অনেকেই রয়েছেন।’
প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে কলেজে আবার ফেরেন প্রিন্সিপাল। পড়ুয়াদের সঙ্গে কথা বলার পরে সন্ধে ছ’টা নাগাদ ঘেরাও করে রাখা অধ্যাপকদের ছেড়ে দেওয়া হয়।