• বয়সের তফাৎ ১ মিনিটের, উচ্চমাধ্যমিকে যমজ দুই ভাইয়ের প্রাপ্য নম্বরের ফারাকও ১...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের কান্দি রাজ হাইস্কুলের ছাত্র অভিষেক দাস। কান্দির বাসিন্দা অভিষেকের বাবা পশু চিকিৎসক এবং মা গৃহবধূ।  

    মাধ্যমিকে জেলার মধ্যে ত্রয়োদশতম স্থান অর্জন করেছিলেন তিনি। এবার প্রথম দশের তালিকায় ঢুকে পড়ল তাঁর নাম। আর তার থেকে মাত্র ১ নম্বর কম অর্থাৎ ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে একাদশতম স্থান অধিকার করলেন অভিষেকের যমজ ভাই অরুনাভ দাস। 

    আশ্চর্যের বিষয়, দুই ভাইয়ের বয়সেও মাত্র এক মিনিটের ব্যবধান। আর উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের তফাতও ১। প্রথম দশে আসতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত অভিষেক।ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে তাঁর। তিনি জানান, 'আমার এই সাফল্যের পেছনে আমার মা, বাবা, স্কুলের শিক্ষক এবং আমার গৃহ শিক্ষক সকলেরই অবদান রয়েছে। তবে জীববিদ্যা বিষয়ে ভেবেছিলাম আরও একটু ভাল নম্বর পাব। খাতার পুনর্মূল্যায়ন করার ইচ্ছে রয়েছে।' 

    অন্যদিকে ভাইয়ের এই সাফল্যে খুশি দাদা অরুনাভ দাস। মাধ্যমিকে ভাইয়ের থেকে প্রাপ্য নম্বর বেশি থাকলেও, উচ্চমাধ্যমিকে এক নম্বর কম পেয়েছেন তিনি। কিন্তু ভাই রাজ্যের মধ্যে প্রথম দশজনের তালিকায় থাকায় যথেষ্টই খুশি তিনি। আর যমজ দুই ছেলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত অরুনাভ এবং অভিষেকের মা সারদা দাস। তিনি বলেন, 'ওরা দুজনেই যথেষ্ট পরিশ্রম করেছে। তবে অরুনাভও প্রথম দশজনের মধ্যে থাকলে আরও বেশি খুশি হতাম। ভবিষ্যতে দু'জনেরই ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে।'
  • Link to this news (আজকাল)