• দিনের পর দিন ফুলে উঠছে পেট, গবাদি পশুর পেটে অস্ত্রোপচার করে হতবাক চিকিৎসকরা...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নামখানায় গবাদি পশুর পেটে অস্ত্রপাচার করে বের করা হল প্রায় ৩৫ কেজি ওজনের ফিশিং জাল এবং দড়ি। কোথা থেকে এই জাল গবাদি পশুর পেটের মধ্যে এলো, সে বিষয়ে ডাক্তারদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। 

    জানা গেছে, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার এক ব্যক্তি হঠাৎ দেখতে পান তাঁর গবাদি পশুর পেট দিনের দিন ফুলতে শুরু করেছে। শেষপর্যন্ত নামখানা ব্লকের পশু চিকিৎসালয় নিয়ে আসেন। ব্লকের যে ডাক্তাররা রয়েছেন, সে ডাক্তাররাই অবশেষে গরুর পেটে অস্ত্রোপচার শুরু করেন। এরপরই ডাক্তাররা হতবাক হয়ে যান। 

    গবাদি পশুর পেটের মধ্যে অস্ত্রোপচার করে বার হল প্রায় ৩৫ কেজি জাল এবং দড়ি। এই বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, লক্ষ্মী বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দার বাড়িতে গবাদি পশু ছিল। দিনের পর দিন ওই গবাদি পশুটি মাঠে পড়ে থাকা ফিশিং জাল এবং দড়ি খেয়ে ফেলে। তারপর ঘটে যায় বিপত্তি। ব্লকের ডাক্তারদের সহযোগিতায় শেষমেশ গবাদি পশুটিকে বাঁচানো সম্ভব হয়েছে।
  • Link to this news (আজকাল)