• ‘‌অপারেশন সিদুঁর’‌–এর পর যেকোনও জায়গায় হামলা চালাতে পারে পাকিস্তান, স্টেশনে স্টেশনে তল্লাশি অভিযান শুরু...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রেললাইন ও ট্রেনে তল্লাশি। ‘‌অপারেশন সিঁদুর’‌–এ পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনা। তার জবাব দিতে মরিয়া পাকিস্তান। 

    এই সময় বিভিন্ন জায়গায় নাশকতার ছক হতে পারে। এমন সম্ভাবনা রয়েছে। তাই রেলস্টেশন ও ট্রেনে যেখানে সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকে। সেখানে তৎপরতা শুরু করেছে রেল পুলিশ ও জিআরপি।

    বৃহস্পতিবার শেওড়াফুলি স্টেশনে রেলে ট্রাক চেকিং এর পাশাপাশি ট্রেনে তল্লাশি চালানো হয়। আরপিএফ ও জিআরপি যৌথভাবে এই তল্লাশি অভিযান চালায়। গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে এই অভিযান চলবে বলে জানা গেছে রেল সূত্রে।

    প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাক ও পাক অধিকৃত নয় জায়গায় এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ১০০–র বেশি জঙ্গি নিকেশ হয়েছে এই হামলায়। তবে পাকিস্তান বাড়াবাড়ি করলে ভারত যে ফের হামলা করতে প্রস্তুত সেকথাও জানিয়ে দিয়েছেন রাজনাথ। 

     
  • Link to this news (আজকাল)