• গরমকালে রক্তের সঙ্কট মেটাতে অভিনব উদ্যোগ হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গরমকালে রক্তের সঙ্কট মেটাতে একটানা রক্তদান শিবির না করে কয়েক দিনের তফাতে শিবির করার ভাবনা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের। সেই ভাবনা থেকেই হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে জেলার স্বাস্থ্যকর্তা ও কর্মীরা। বৃহস্পতিবার চুঁচুড়ায় ডেপুটি সিএমওএইচ দপ্তরে আয়োজন করা হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন সিএমওএইচ মৃগাঙ্ক মৌলি কর, ডেপুটি সিএমওএইচ–২ দেবযানী বসু।

    সিএমওএইচ বলেন, ‘‌মানুষ রক্ত নিতে আসে। দিতে আসে না। সচেতনতার অভাব থাকায় গরমকালে রক্তের সঙ্কট দেখা দেয়। তাই আমরা ঠিক করেছি এবার ধাপে ধাপে শিবির করব। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য দপ্তরে শুরু হল। এরপর মহকুমা ও ব্লক স্তরে হবে।’‌

    দেবযানী বসু বলেন, ‘‌আমরা গতবারেও এই উদ্যোগ নিয়েছিলাম। গরমকালে রক্তের যোগান ঠিক রাখতে এই উদ্যোগ। সব হাসপাতালকে বলা আছে যাতে এধরনের শিবির করে যে সঙ্কট আছে সেটা দূর করা যায়।’‌ 

     
  • Link to this news (আজকাল)