• ভারতীয় সেনার বিরুদ্ধে অশালীন মন্তব্য, রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ...
    আজকাল | ০৮ মে ২০২৫
  • প্রকাশ মণ্ডল: ইউটিউবার রোদ্দুর রায়-এর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার  অভিযোগে  করেন আলিপুরদুয়ারের এক যুবক। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর প্রত্যাঘাতে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার সেই হামলাকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজদীপ রায় নামে এক যুবক। 

    তিনি  বলেন, কাশ্মীরে একাধিকবার জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন প্রচুর ভারতীয়। পাকিস্তানে ঢুকে সেই জঙ্গি হামলার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনা। নষ্ট করে দেওয়া হয়েছে পাক এলাকার অবস্থিত ৯টি জঙ্গিঘাঁটি। সেই ঘটনায় ভারতীয় সেনাকে প্রশংসা না করে অশালীন ভাষায় অপমান করেছেন রোদ্দুর। ভারতীয় সেনাকে গালাগাল দিয়েছেন। সেই কারণে আমি আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ধরনের মানুষদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া উচিত।

    আজকাল ডট ইনের তরফ থেকে রোদ্দুরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, "যুদ্ধ মানেই মানুষের মৃত্যু। ভারত পাকিস্তান দু'দেশের যুদ্ধে প্রাণ যাবে সাধারণ মানুষের। মানবতার দিকটি মাথায় রেখেই আমি এই পোস্ট করেছি। এটাকে কেউ হয়তো অন্যভাবে দেখেছেন।"
  • Link to this news (আজকাল)