• নিয়োগ দুর্নীতি: পার্থদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু কবে? এবার রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
    আজ তক | ০৮ মে ২০২৫
  • নিয়োগে দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করতে অনুমোদন দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সংবাদসংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে। পার্থের জামিন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ জুলাই। 

    নিয়োগে দুর্নীতিতে সিবিআইয়ের মামলার শুনানিতে পার্থের আইনজীবী জানান যে, সহ অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমোদন এখনও দেওয়া হয়নি। এর পাল্টা আদালত জানতে চায়, কার অনুমোদন দেওয়ার কথা। এএসজি জানান, রাজ্য সরকারের। তবে অনুমোদন দিচ্ছে না। এর প্রত্যুত্তরে আদালত জানায় যে, রাজ্য সরকার পার্টি হয়নি এই মামলায়। 

    এএসজি এদিন আদালতে জানান, বড় কেলেঙ্কারির অংশ তিনি। ওঁর জন্যই বহু যোগ্য সুযোগ পাননি। ষড়যন্ত্রের গভীরে রয়েছেন উনি। যার জেরে দুর্নীতিগ্রস্তরাই চাকরি পেয়েছেন। 

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ। এর আগে, ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। শিক্ষায় নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থকে। তার পর থেকেই জেলবন্দি পার্থ। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। যা ঘিরে শোরগোল পড়ে যায়। কয়েক মাস আগে জামিনে মুক্ত হয়েছেন অর্পিতা। 
  • Link to this news (আজ তক)