• আজ শহরে কি বৃষ্টি হবে? যা জানাল হাওয়া অফিস
    বর্তমান | ০৮ মে ২০২৫
  • কলকাতা: বৃষ্টির কারণে কয়েকদিনের স্বস্তির পরে প্রবল গরমে ফের নাজেহাল রাজ্যবাসী। ফলে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে আছে সাধারণ মানুষ। আবার কবে একটু বৃষ্টি হবে? প্রশ্ন আম আদমির। যদিও তাঁদের জন্য আপাতত কোনও স্বস্তির খবর জানায়নি আবহাওয়া দপ্তর। গরমের হাত থেকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর রেহাই নেই বলেই সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে তারা। পাশাপাশি আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় তীব্র গরম অনুভূত হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকী তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে ।

    আজ, বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা।

    গতকাল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টিপাত হয়নি।
  • Link to this news (বর্তমান)