• বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৫
  • আগামী বুধবার বিকেল ৪টেয় নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ভারত–পাক যুদ্ধের আবহে এই বৈঠকের ডাক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে ভুয়ো ও বিভ্রান্তিমূলক খবর যাতে ছড়িয়ে না পড়ে এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

    পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের ১০টি সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিমের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ব্যবসায়ীদের কালোবাজারি এবং বিভ্রান্তিমূলক খবর সম্পর্কে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফের একবার সহযোগিতা স্থাপন করে চলার বার্তা দিয়েছেন তিনি। যদিও অমিত শাহের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি।

    ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি রুখতে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কিছু পরামর্শ দিতে পারেন মমতা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)