চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা খারিজ হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৫
এসএসসির বিরুদ্ধে ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলা শোনেনি কলকাতা হাইকোর্ট। বুধবার আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই মামলা যেহেতু বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই সুপ্রিম কোর্টেই এই মামলার শুনানি হবে।
কলকাতা হাইকোর্ট ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। গত ৩ এপ্রিল হাইকোর্টের রায়কে বজায় রেখেই একই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসি চাকরি বাতিলের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে হাইকোর্টে মামলা করা হয়েছিল।
মামলাকারীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এসএসসি বা স্কুল শিক্ষা দফতর কোনোরূপ পদক্ষেপ নেয়নি। গত শুনানিতে অযোগ্যদের বেতন ফেরত-সহ তাঁদের ওএমআর প্রকাশ করার দাবি জানানো হয়েছিল। বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে এই দাবি তুলেছিলেন। এসএসসি-এর পক্ষ থেকে পাল্টা বলা হয়, চাকরি বাতিলের মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। তাই শীর্ষ আদালতেই এই বিষয় সংক্রান্ত মামলা করা উচিত। কিন্তু শেষ পর্যন্ত অনেক সওয়াল-জবাবের পর আদালত অবমাননার মামলা শুনতে চায়নি কলকাতা হাইকোর্ট।
অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নতুন নিয়ো প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত যে সকল চাকরিহারা প্রার্থীরা অযোগ্য নয়, তাঁদের কাজ চালানোর অনুমতি চাওয়া হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে যেন তাঁরা কাজ করতে পারেন সেই দাবি তোলা হয়। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে , চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।