• জলপাইগুড়িতে সিবিআই হানা, পরেশ অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর বাড়িতে তল্লাশি
    প্রতিদিন | ০৮ মে ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: বৃহস্পতিবার সাতসকালে জলপাইগুড়িতে সিবিআই হানা। প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী দীপঙ্কর দাসের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। যা নিয়ে শোরগোল ছড়ায় এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ায় পুলিশ কর্মী দীপঙ্কর দাসের বাড়িতে হানা দেয় সিবিআই এর একটি দল। বর্তমানে জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত দীপঙ্কর দাস। একসময় প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। বৃহস্পতিবার রেসকোর্স এলাকায় তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় জওয়ানরা। তারপর অভিযান চালায় সিবিআই। সিবিআই এর অফিসারেরা প্রায় দু’ঘন্টা বাড়ির ভেতর তল্লাশি চালান। বেশ কিছু কাগজপত্র খতিয়ে দেখেন তাঁরা। তবে কী কারণে এই তল্লাশি অভিযান তা স্পষ্ট নয়। সিবিআই আধিকারিকরাও কিছু স্পষ্ট করে জানাননি।

    দীপঙ্কর এই বাড়িতে থাকেন না। থাকেন বাবা ও দাদা। বাবা কানাইচন্দ্র দাস এক সময় জলপাইগুড়ি পুলিশে কর্তব্যরত ছিলেন। আরও জানা গিয়েছে, দীপঙ্কর এই বাড়িতে থাকেন না। শহরের সেনপাড়ার বাড়িতে থাকেন তিনি। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সেই বাড়িতেও তল্লাশি চালানো হবে।

    শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নাম জড়ায় শিক্ষাদপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। অভিযোগ, মেধা তালিকায় না থেকেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে  চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা করেছিলেন। ববিতার দাবি, তাঁর চেয়ে নম্বর কম ছিল মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। তারপরেও নিয়োগপত্র হাতে পাননি ববিতা। হাই কোর্টের নির্দেশে সেই চাকরি চলেও যায় অঙ্কিতার। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সেই গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। 

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি পরেশ অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে তদন্তকারী সংস্থা। সেই মামলা আদালতে বিচারাধীন। এবার পরেশ অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর বাড়িতে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • Link to this news (প্রতিদিন)