• ফিরতে পারে আমফানের স্মৃতি, মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
    হিন্দুস্তান টাইমস | ০৮ মে ২০২৫
  • মে মাসের দ্বিতীয় সপ্তাহ পড়তেই জারি হল বছরের প্রথম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। বাংলাদেশের বেসরকারি আবহাওয়া সংস্থা BWOTর তরফে জানানো হয়েছে চলতি মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে। উল্লেখ্য মে মাসে তৈরি আয়লা, আমফানের মতো একাধিক ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সাম্প্রতিক ইতিহাস রয়েছে।

    BWOTর পূর্বাভাস অনুসারে ১৭ – ২০ মের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হবে। ওই সময় বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি হলে তা ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার সম্ভাবনা বেশি। তবে ঘূর্ণিঝড় নিশ্চিতভাবে তৈরি হবে বলে পূর্বাভাসে জানানো হয়নি। ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে বা তার গতিপথ সম্পর্কে পূর্বাভাসটিতে কিছু জানানো হয়নি।

    বলে রাখি, ২০২০ সালের ২০ মে পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আমফান। যার জেরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তার আগে ২০০৯ সালের মে মাসেই পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। তার জেরেও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)