প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হলো সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক ছাত্রীর। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের উজ্জ্বলপুকুর এলাকার ঘটনা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বর্ধমানে প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাচ্ছিল ফরিদা খাতুন (১৭) নামে ওই ছাত্রী। সেই সময় লরির ধাক্কায় তার মৃত্যু হয়। বর্ধমান মেডিক্যালে ফরিদার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরির চালকের খোঁজ শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ।
ঠিক কী হয়েছিল?
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বর্ধমান কলেজ মোড়ে প্রাইভেট টিউশনে যাচ্ছিল ফরিদা। ওঁয়াড়ি গ্রামের কিছুটা দূরে উজ্জ্বল পুকুর মোড়ে একটি লরি তাকে পেছন থেকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর।
ওঁয়াড়ি গ্রামের বাসিন্দা ফরিদাকে বাঁচাতে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে এসে ফরিদার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় খন্ডঘোষ থানার পুলিশ। জানা গিয়েছে, এ ঘটনার পর থেকে লরির চালক ও খালাসি পলাতক। ইতিমধ্যেই ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেই ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে খন্ডঘোষ থানার পুলিশ।
পরিবার সূত্রের খবর, ফরিদা এই বছর মাধ্যমিকে চারটে বিষয়ে লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। পড়াশোনায় সে খুবই ভালো ছিল। সে খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। ফরিদার মৃত্যুর পর শোকস্তব্ধ তার পরিবার।