• পার্থদের বিরুদ্ধে বিচারের অনুমতি নিয়ে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, রাজ্যকে সুপ্রিম কোর্ট
    এই সময় | ০৮ মে ২০২৫
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং অভিযুক্ত অন্য প্রাক্তন সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার শুরু করার অনুমতি দেওয়ার ব্যাপারে রাজ্যকে আগামী ২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিংয়ের ডিভিশন বেঞ্চ।

    ওই অনুমতির দেওয়ার ব্যাপারে হাইকোর্ট এর আগে একাধিকবার রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলেছিল। কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে প্রয়োজনীয় অনুমতি দিতে হয়। সরকারি আইনজীবীরা জানান, রাজ্য এখনও বিচার শুরু করার অনুমতি দেয়নি।

    বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দেওয়ার পাশাপাশি এ-ও জানিয়েছে, পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আর্জি সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১৭ জুলাই। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত ইডি-র মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় তিনি এখনও জামিন পাননি। তাই তিনি এখনও জেলবন্দি।

    এ দিন সিবিআইয়ের পক্ষে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, এই মামলায় চার সহ-অভিযুক্তের জামিনের আর্জি হাইকোর্ট খারিজ করেছে। সেই মামলার শুনানি আগামী জুলাই মাসে হওয়ার কথা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জিও জুলাই মাসে শোনা হোক। কেন্দ্রের আইনজীবীর আর্জি মেনে ১৭ জুলাই জামিন মামলার শুনানির তারিখ ধার্য করেছে শীর্ষ আদালত

    এর আগে জামিন চেয়ে পার্থ এবং অন্য অভিযুক্তরা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক বিচারপতি গত বছরের নভেম্বরে অন্য অভিযুক্তদের জামিনের আর্জি মঞ্জুর করেন। কিন্তু পার্থ এবং অন্য চার অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করেন ওই বেঞ্চের অন্য বিচারপতি। দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করায় মামলা যায় তৃতীয় বিচারপতির আদালতে। কিন্তু তৃতীয় বিচারপতিও পার্থ ও অন্য চার অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দেন।

    সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ এবং অন্য চার অভিযুক্ত। তাঁরা হলেন সুবীরেশ চট্টোপাধ্য়ায় (স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান), কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় (মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি), শান্তিপ্রসাদ সিনহা (মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সচিব), অশোককুমার সাহা (স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন সচিব)।

  • Link to this news (এই সময়)