অপারেশন সিঁদুরের পর সীমান্তে লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে পাকিস্তানি সেনা। বৃহস্পতিবারই ভারতের ১৫টি জায়গায় হামলা চালানোর ছক কষেছিল পাকিস্তান। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলিকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর মাঝেই সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিলের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেশ কিছু শর্ত ছাড়া ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে নবান্নের তরফে। নোটিসে আরও জানানো হয়েছে, কোনও সরকারি কর্মী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যাঁর পোস্টিং যেখানে রয়েছে তিনি আপাতত সেখানেই থাকবেন।
নবান্নের নোটিসে জানানো হয়েছে, একমাত্র মেডিক্যাল লিভ পাবেন সরকারি কর্মীরা। এর বাইরে সমস্ত ধরনের ছুটি ৭ মে থেকে বাতিল করা হচ্ছে।
বুধবারই সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মমতা। এর পরেই সাংবাদিক বৈঠক করে মমতা জানান, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশের সুরক্ষার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য সরকার প্রস্তুত।
সরকারি স্কুলগুলোতে ইতিমধ্যেই গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্র জয়ন্তীর পর থেকে ছুটি দিয়ে দেওয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভাল হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভাল। সেখানে থেকে পড়াশোনা করবে।’