• Kalyani Expressway: কল্যাণী এক্সপ্রেসওয়েতে মুখোমুখি ২ গাড়ির সংঘর্ষ, গুরুতর জখম ৫
    এই সময় | ০৯ মে ২০২৫
  • কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে আহত পাঁচ জন। ঘটনাটি ঘটেছে বাসুদেবপুর থানার অন্তর্গত মথুরাপুর এলাকার। সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কী ভাবে ঘটল দুর্ঘটনা?

    সূত্রের খবর, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বহরমপুর থেকে দমদম বিমানবন্দরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময়ে ‘রং রুট’ থেকে হঠাৎই একটি গাড়ি চলে আসে। এর পরই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময়ে দুটি গাড়ির গতিই অনেক বেশি ছিল। ঘটনায় আহত পাঁচ জনকে তৎক্ষণাত ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    জখমরা কেমন আছেন?

    জানা গিয়েছে, আহত পাঁচ জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তিন জনই এখানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।

    কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং দুর্ঘটনা...

    যতদিন যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি ট্রাফিক গার্ড। রাস্তায় টহল দেবে ট্রাফিক সার্জেন্ট। ওয়ারলেস মোড়ের মত বড় মোড়গুলোতেও বিশেষ নজরদারি থাকবে।

  • Link to this news (এই সময়)